Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডুমুরিয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু
বিস্তারিত

ডুমুরিয়ায় ২লাখ ২০ হাজার ৩শ’ ৯০ জন ভোটার উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড পেতে যাচ্ছেন। আজ ০৯ জুলাই সোমবার থেকে শুরু হয়ে আগামী ৩মাস চলবে বিতরণ কার্যক্রম। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় চলতি মাসের ৯ জুলাই থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। স্মার্ট কার্ড বিতরণের সময় প্রত্যেক ভোটারের দুই হাতের ১০টি আঙ্গুলের ছাপ ও চোখের রেটিনা স্ক্যান করা হবে। এজন্য স্মার্ট কার্ড নিতে ভোটারদের পুরাতন কার্ড সঙ্গে নিয়ে নির্দিষ্ট কেন্দ্রে যেতে হবে।

উপজেলার ১৪টি ইউনিয়নে ২৫টি কেন্দ্রে ২লাখ ৪৫ হাজার ৪শ’ ৭৮জন মোট ভোটারের মধ্যে ২লাখ ২০ হাজার ৩শ’ ৯০ জন ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। শুরুর ৯ জুলাই থেকে ১২ জুলাই রংপুর ইউনিয়নের রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়, রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি কেন্দ্র হতে ১৩ হাজার ৪শ’ ৯৩ ভোটার, ১৪ জুলাই থেকে ১৮ জুলাই রঘুনাথপুর ইউনিয়নের শাহপুর মাধ্যমিক বিদ্যালয় ও রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে ১৮ হাজার ৬শ’ ১৬ ভোটার, ১৯ জুলাই থেকে ২৩ জুলাই ধামালিয়া ইউনিয়নের চেচুড়ী কে বি মাধ্যমিক বিদ্যালয় ও বরুনা বাজার পিডিসি মাধ্যমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে ১৬ হাজার ২শ’ ৩১ ভোটার, ২৪ জুলাই থেকে ২৮ জুলাই রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয় ১টি কেন্দ্রে ১৬ হাজার ৯শ’ ৫১ ভোটার, ২৯ জুলাই থেকে ১ আগস্ট ভান্ডারপাড়া ইউনিয়নের উলা হাজিবুনিয়া সরকারী প্রাথমি বিদ্যালয় ও বান্দা কলেজিয়েট স্কুল ২টি কেন্দ্রে ১২ হাজার ৭শ’ ২০ ভোটার, ২ আগস্ট থেকে ৬ আগস্ট সাহস ইউনিয়নের নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়, খরসন্ডা মাধ্যমিক বিদ্যালয় ও গজেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় ৩টি কেন্দ্রে ১৪ হাজার ২৫, ৭ আগস্ট থেকে ৯ আগস্ট শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় ১২ হাজার ৭শ’ ১৩ ভোটার, ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত মাগুরখালী ইউনিয়নের মাগুরখালী ইউনিয়ন পরিষদ ভবন ১টি কেন্দ্রে ১০ হাজার ৮শ’ ১ ভোটার, ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত শোভনা ইউনিয়ন পরিষদ ভবন ১টি কেন্দ্রে ১৫ হাজার ৪শ’ ১১ ভোটার, ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আটলিয়া ইউনিয়নের চুকনগর মাধ্যমিক বিদ্যালয় ও কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে ২২ হাজার ৪শ’ ৬৭ ভোটার, ৩রা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মাগুরাঘোনা ইউনিয়নের মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ১টি কেন্দ্রে ১৫ হাজার ৭শ’ ৯৪ ভোটার, ৮ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত খর্ণিয়া ইউনিয়নের খর্নিয়া ইউনিয়ন পরিষদ ভবন ও টিপনা শেখ আমজাদ মেমো: মাধ্যমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে ১৪ হাজার ২শ’ ৬২ ভোটার, ১২ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডুমুরিয়া সদর ইউনিয়নের হাজীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে ১৯ হাজার ৪শ’ ৭৭ ভোটার ও ১৮ সেপ্টেম্বর তারিখ হতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গুটুদিয়া ইউনিয়নের গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় ১টি কেন্দ্রে ১৭ হাজার ৩শ’ ৭৯জন ভোটারদেরকে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার শেখ জাহিদুর রহমান বলেন, ১৯৯৯ সালের পহেলা জানুয়ারির আগে যাদের জন্ম গ্রহন হয়েছে, তাদেরকে এ স্মার্ট কার্ড দেয়া হচ্ছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/07/2018
আর্কাইভ তারিখ
31/10/2018