Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ডুমুরিয়া উপজেলার মানচিত্র

সীমানা  :  উত্তরে ফুলতলা উপজেলা, দক্ষিনে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলা, পূর্বে বটিয়াঘাটা উপজেলা  ও সোনাডাঙ্গা থানা, পশ্চিমে সাতক্ষীরা জেলার তালা উপজেলা ও যশোর জেলার কেশবপুৃর মনিরামপুর ও অভয়নগর।    

ডুমুরিয়া উপজেলার সংক্ষিপ্ত বিবরণী : বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের বিভাগীয়  শহর খুলনা। এই জেলার ০৯ টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া । ঐতিহাসিক সতিশ চন্দ্র মিত্রের ‘‘যশোর খুলনার ইতিহাস’’গ্রন্থে  দেখা যায় দশম শতকে ডুমুরিয়া ভরত রাজার শাসনাধীনে ছিল। যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়নার ভরতের দেউল দৃষ্টে একথার সত্যতা প্রতীয়মান হয়। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগের ডুমুরিয়া এলাকায় ইসলাম ধর্মের প্রচার ও মুসলিম শাসন প্রবর্তিত হয়। ১৯৮৪ সালে মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামে একটা বহু পুরনো জলাশয়ের পাশে পুরনো ভগ্ন স্তুপের মধ্যে একটা শিলালিপি পাওয়া যায়। উক্ত শিলালিপিতে হযরত শাহআফজালের নাম পাওয়া যায়। অপরদিকে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের অন্যন্য অঞ্চলের মত ডুমুরিয়া মাগুরাঘোনা, আটলিয়া, শোভনা, খর্ণিয়া, প্রভৃতি অঞ্চলে হাজি মোহাম্মদ মহসিনের জমিদারী প্রসারিত হয়। ডুমুরিয়ার আন্দুলিয়া গ্রামে শাহজামাল নামে  আর একজন মুসলিম ধর্ম প্রবক্তার পরিচয় পাওয়া যায়।