Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা
বিস্তারিত

ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন সকল জনগণের নিকট উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, আইসিটি শিল্প বিকাশে গবেষণা ও উদ্ভাবনে উদ্বুদ্ধ , ডিজিটাল সক্ষমতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের জন্য স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় আইসিটি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ১২ ডিসেম্বর ২০২২ তারিখে জাতীয়ভাবে দেশব্যাপী “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২” উদ্‌যাপিত হবে।

 

এ উপলক্ষে কেন্দ্রীয় পর্যায়ে শুরু হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। অনলাইন কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন https://www.quiz.digitalbangladesh.gov.bd। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি নিম্নরুপ:                                                                                                                                                                                                                                         

রেজিস্ট্রেশন চলবে

২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত 

প্রতিযোগিতার তারিখ

  - গ্রুপ কঃ ২৯ নভেম্বর

  - গ্রুপ খঃ ০১ ডিসেম্বর

  - গ্রুপ গঃ ০২ ডিসেম্বর

সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।

যারা অংশগ্রহণ করতে পারবেন

- গ্রুপ কঃ ৮-১২ বছর

- গ্রুপ খঃ ১৩-১৮ বছর

- গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর

পুরস্কার

তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

·   ১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন

·   ২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন

·   ৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন

·   ৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন

·   ৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এমতাবস্থায়, ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এবং বহুল প্রচারণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/11/2022
আর্কাইভ তারিখ
26/05/2023